১৯৭১ সনে বাংলাদেশে স্বাধীনতা সংগ্রামে পাক বাহিনী যখন এদেশের নিরীহ মানুষের উপর নির্বিচারে বৃষ্টির মতো গুলিবর্ষন করতে করতে একের পর এক গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করতে করতে দেশের অভ্যন্তরে প্রবেশ করে তখন ২৫ এপ্রিল ভোর রাতে গোয়ালদের বাহাদুরপুর নামক স্থানে হাজার হাজার জনতা তীর ধনুক, লাঠি, দা, বটি, কাস্তে নিয়ে পুলিশ আনসারদের সাথে সমবেত হয়। পাকবাহিনীর গোলার আঘাতে সব প্রতিরোধ ভেঙ্গে লন্ডভন্ড হয়ে যায় এবং আনসার কমান্ডর বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শহীদ হন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস