সার বিক্রয়ে অনিয়মের দায়ে ডিলারকে ৫০০০০ টাকা জরিমানা এবং ৪০ বস্তা ইউরিয়া সার জব্দ
অদ্য সন্ধ্যা ৬ ঘটিকায় গোয়ালন্দ বাজারের সার ডিলার নিয়ম বহির্ভূতভাবে উপজেলার বাইরে অন্যত্র সার সরিয়ে নিচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে ৪০ বস্তা ইউরিয়া সার সহ ডিলারকে আটক করা হয়। উপস্থিত দুইজন স্বাক্ষী এবং উপজেলা কৃষি কর্মকর্তার লিখিত প্রসিকিউসনের ভিত্তিতে আসামীর বিরুদ্ধে আনীত লিখিত অভিযোগ গঠন করে পাঠ করে শুনালে অভিযুক্ত ব্যক্তি আনীত অভিযোগ স্বীকার করে। আসামী মেসার্স খন্দকার ফারুকের স্বত্বাধিকারী খন্দকার ফারুক হোসেনকে মোবাইল কোর্ট আইন,২০০৯ এর তফসিল ভুক্ত অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন,১৯৫৬ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ৫০০০০ টাকা(পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করা হয় এবং ডিসিআর মূলে তাৎক্ষণিক আদায় করা হয়। জব্দকৃত ৪০ বস্তা ইউরিয়া সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় দেয়া হয়। আগামীকাল প্রকৃত কৃষকের নিকট সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমাদানের সিদ্ধান্ত দেয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জাকির হোসেন। সহযোগিতা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব আশরাফুর রহমান এবং উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ খোকন উজ্জামান এবং গোয়ালন্দ ঘাট থানা পুলিশ, উপজেলা আনসার সদস্য, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ।।
সার নিয়ে যেকোনো অনিয়মের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে। মোবাইল কোর্ট নিয়মিত চলবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস