রাত ৮ টার পর দোকান ও বিপনি বিতান খোলা রাখায় ২০ দোকানদারকে জরিমানা।
১৬ জুন ২০২২ সরকার প্রজ্ঞাপন দিয়ে বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮ টার পর দোকান, শপিংমল, বিপনি বিতান, কাঁচা বাজার বন্ধ রাখার নির্দেশনা জারি করে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে রাত ৮ টার পর গোয়ালন্দের বিভিন্ন হাট এবং বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালীন কাটাখালি, জামতলা, কৃষ্ণতলা এবং গোয়ালন্দ বাজারের ২০ দোকানদারকে রাত ৮ টার পর দোকান ও বিপনি বিতান খোলা রেখে সরকারি নির্দেশনা অমান্যের দায়ে ৬৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জাকির হোসেন এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি) জনাব আশরাফুর রহমান।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এবং উপজেলা আনসার সদস্যবৃন্দ।
বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মোবাইল কোর্ট নিয়মিত চলবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস