(বাল্য বিয়ে প্রতিরোধে রাতেই অভিযান)
আজ দেবগ্রাম ইউনিয়নের কাউজানী এলাকায় বাল্যবিবাহের আয়োজন হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। বাল্য বিয়ের আয়োজনের দায়ে ছেলে পক্ষকে ৫০০০ টাকা জরিমানা করা হয়। মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত আলাদা থাকার মুচলেকা উভয় পক্ষ থেকে নেয়া হয়। অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব আশরাফুর রহমান। গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
বাল্য বিয়ে প্রতিরোধে প্রশাসন তৎপর। বাল্য বিয়ের সংবাদ পাওয়ার সাথে সাথেই উপজেলা প্রশাসনকে অবহিত করুন। বাল্য বিয়ে প্রতিরোধে আপনার নাগরিক দায়িত্ব পালন করুন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস