Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মা ও শিশু ওয়ার্ড (লেবার ওয়ার্ড), পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আধুনিক উপকরণ সরবরাহকরণ
বিস্তারিত

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মা ও শিশু ওয়ার্ড (লেবার ওয়ার্ড), পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আধুনিক উপকরণ সরবরাহকরণ, প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব কাজী কেরামত আলী মহোদয়।

''স্বাস্থ্য সেবা অধিকার

শেখ হাসিনার অঙ্গীকার''

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে  "শীততাপ নিয়ন্ত্রিত,  আধুনিক  চিকিৎসা উপকরণসহ 'মা ও শিশু ওয়ার্ড এবং পোষ্টঅপারেটিভ ওয়ার্ড" র শুভ উদ্বোধন

স্থানীয় সরকার বিভাগ  কর্তৃক সরাসরি পরিচালিত ''উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)'র সহায়তায় উপজেলা পরিষদ , গোয়ালন্দ 'র বাস্তবায়নে 'উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  মা ও শিশু ওয়ার্ড (লেবার রুম সহ) এবং পোষ্ট অপারেটিভ ওয়ার্ডে আধুনিক চিকিৎসা  উপকরন সরবরাহকরণ, প্রয়োজনীয়  সংস্কার ও  আধুনিকায়ন' উপ-প্রকল্পের শুভ  উদ্বোধন করেন জনাব কাজী কেরামত আলী, মাননীয় জাতীয় সংসদ সদস্য, রাজবাড়ী-১। 


গর্ভবতী মা, নবজাতক শিশু এবং সার্জারী সম্পন্ন করা রোগীদের মানসম্মত চিকিৎসা  সেবা নিশ্চিতের লক্ষ্যে উক্ত প্রকল্পের আওতায় ' মা ও শিশু ওয়ার্ডের প্রয়োজনীয় সংস্কার, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা চালুর পাশাপাশি ১৭ টি আধুনিক বেড ম্যাট্রেসসহ, ১৭ টি আধুনিক বেড সাইড লকার,  ৪টি মাল্টিপ্যারামিটার প্যাসেন্ট মনিটর, ০১টি সিটিজি মেশিন ( ফেটাল মনিটর),  ০১ টি ইসিজি মেশিন, ০১ টি সাকসন ডিভাইজ, ০১ টি নরমাল ডেলিভারী টেবিল, ০২ নরমাল ডেলিভারী সেট, ০১ টি স্পট লাইট, ০১টি ডায়াথার্মি মেশিন, ০১টি ফ্রিজ, ০২ ইন্সুট্রুমেন্টাল কেভিনেট, ০২টি নেভুলাইজার মেশিন, ০১ টি ডিজিটাল বেবি ওয়েট মেশিন, ০১টি ওয়েট মেশিন, ০৬ টি সিলিং ফ্যান, ০১ টি নার্স স্টেশন টেবিল, ০১ টি চেয়ার এবং ১২ টি বিন সরবরাহ করা হয়েছে। 


মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব কাজী কেরামত আলী মহোদয় ফলক উন্মোচন করে আধুনিক মা ও শিশু ওয়ার্ড, লেবার রুম,  পোষ্টপারেটিভ ওয়ার্ড এবং ওটি রুম পরিদর্শন করেন।  তিনি বলেন- উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় ইউজিডিপি, জাইকার মাধ্যমে হাসপাতালের মা ও শিশু ওয়ার্ড, পোষ্টঅপারেটিভ ওয়ার্ডের পরিবেশ অনেক সুন্দর হয়েছে। আশা করা যায় - মা, শিশু ও প্রসুতি সেবায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভূতপুর্ব পরিবর্তন সাধিত হবে।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
27/09/2022
আর্কাইভ তারিখ
31/12/2022