১.৪১ একর জমির উপর প্রতিষ্ঠিত কলেজে রয়েছে ১৬টি কক্ষ। উপজেলা পরিষদ সম্মুখে ঢাকা-খুলনা মহাসড়কের পার্শ্বে অবস্থিত চার তলা ভবন। ১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় পাঠদান করে আসছে। ২০১০-১১ শিক্ষা বর্ষ থেকে ডিগ্রী (পাস) কোর্স চালু করা হয়েছে।
রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী গোয়ালন্দ উপজেলার এক মাত্র মহিলা কলেজ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ। বিশিষ্ট সমাজ সেবক মোঃ ইদ্রিস আলী সেখের সার্বিক সহযোগীতায় ১৯৯৯ সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়।অল্প কয়েকজন ছাত্রী নিয়ে যাত্রা শুরম্ন করলেও বর্তমানে ছাত্রী সংখ্যা বহুগুনে বৃদ্ধি পেয়েছে।
লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতি চর্চা, খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়ে ছাত্রীদের সুশিক্ষায় গড়ে তোলার মহান ব্রত নিয়ে সম্মানিত শিক্ষক-শিক্ষাকাবৃন্দ ছাত্রীদের শিক্ষা দান করে যাচ্ছেন।
বর্তমান শিক্ষা ব্যবস্থার সংগে তাল মিলিয়ে ছাত্রীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে ওয়েব সাইট এবং ই-মেইল চালু করা হয়েছে। এই ওয়েব সাইট ও ই- মেইলটি বিভিন্ন ভাবে ছাত্রীদের উপকারে আসবে বলে আমরা বিশ্বাস করি।
উচ্চ মাধ্যমিক | পরীক্ষার সাল | পরীক্ষার্থী সংখ্যা | উত্তীর্ণ | পাশের হার % |
২০১২ | ১১৬ | ৯১ | ৭৮.৪৫% | |
২০১১ | ১২২ | ৬৮ | 55.74% | |
২০১০ | ১২৯ | ৯৩ | 72.09% | |
২০০৯ | ৭৭ | ৪১ | 53.25% | |
২০০৮ | ৬১ | ৫৪ | ৮৮.৫২% |
২০১১-১২ শিক্ষাবর্ষে দ্বাদশ ১৬৬ জন ছাত্রী মধ্যে ৬৬ জন উপবৃত্তি লাভ । ২০১২-১৩ শিক্ষাবর্ষে একাদশ ২১১ জন ছাত্রীর মধ্যে ৮৪ জন উপবৃত্তি লাভ। ডিগ্রী ২০১০-১১ শিক্ষাবর্ষে ২য় বর্ষে ৪৩ জন ছাত্রীর মধ্যে ১৭ জনের উপবৃত্তি লাভ। ডিগ্রী ২০১১-১২ ১ম বর্ষে ৩৫ জন ছাত্রীর মধ্যে ১৪ জনের উপবৃত্তি লাভ। এপর্যমত্ম ৫ জনের ছাত্রীর শিক্ষাবৃত্তি লাভ।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা-২০১২ তে ১জন A+, উচ্চ মাধ্যমিক পরীক্ষা-২০১১ তে ২জন A+,উচ্চ মাধ্যমিক পরীক্ষা-২০১০ তে ১জন A+, উচ্চ মাধ্যমিক পরীক্ষা-২০০৯তে ১জন A+. ২০১০-১১ শিক্ষাবর্ষ থেকে ডিগ্রী (পাশ) কোর্স চালু হওয়া ।
অনার্স কোর্স চালু করা এবং শতভাগ পাশ নিশ্চিত করা।
ল্যান্ড ফোন- ০৬৪২৩-৫৬৩৭৩ (অফিস), ০১৭১১-৮৮১৪৭৮ (অধ্যক্ষ)
ই-মেইলঃ info@rimcollege.org , www.rimcollege.org
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস