চৌধুরী আব্দুল হামিদ একাডেমি
বিদ্যালয়টি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নে ১নং ওর্য়াডে অবস্থিত এবং ইউনিয়নের একমাত্র মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম এ ঐতিহ্য ধরে রেখেছেন।
বিদ্যালয়টি এলাকার বিশিষ্ট ব্যক্তি মরহুম চৌধুরী আব্দুল হামিদ এর নাম করনে করা হয়। চৌধুরী আব্দুল হামিদ ১৯৩২ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় হতে ১ম বিভাগে মেট্রিকুলেশন পাশ করেন।
প্রতিষ্ঠাতা ০১ সভাপতি,
দাতা ১,
বিদ্যুতসাহি-১,
অভিভাবক সদস্য-৪,
সংরক্ষিত মহিলা সদস্য-১,
টিআর মহিলা সহ-৩,
সচিব:১জন।
মোট১২ জন।
০১ ২০১০=৮২জনে৬১পাশ
০২ ২০১১=৯২জনে৬৬পাশ
২০১০ সনে এসএসসি পরীক্ষায় রাজবাড়ী জেলার শীর্ষ ১০ টির মাঝে ৩য় এবং ২০১১ সনে গোয়ালন্দ উপজেলার মাঝে এ ক্যাটাগরির স্কুল।
২০১০ সনে এসএসসি পরীক্ষায় রাজবাড়ী জেলার শীর্ষ ১০ টির মাঝে ৩য় এবং ২০১১ সনে গোয়ালন্দ উপজেলার মাঝে এ ক্যাটাগরির স্কুল।
শিক্ষা ক্ষেত্রে ১০০% সাফল্য অর্জন ও নৈতিক শিক্ষায় উন্নত করা
চৌধুরী আব্দুল হামিদ একাডেমি
গোয়ালন্দ, রাজবাড়ী
chahacademy1985@gmail.com
01731358463
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস