প্রতিষ্ঠানটি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে পূর্ব উজানচর মৌজায় জামতলা এলাকায় অবস্থিত।
গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের পূর্ব উজানচর মৌজায় জামতলা এলাকায় কোন মাধ্যমিক বিদ্যালয় না থাকায় শিক্ষা প্রসারের জন্য অত্র এলাকার সচেতন জনগোষ্ঠী এবং সর্বসাধারণ একত্রিত হয়ে সর্বসত্মরের জনগণের সম্মতিতে এবং কিছু দাতা ব্যক্তিদের উৎসাহে অত্র এলাকায় প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। উল্লেখ্য যে বর্তমানে প্রতিষ্ঠানটি নারী শিক্ষার ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করছে।
নয় সদস্য বিশিষ্ট নিয়মিত ম্যানেজিং কমিটি
| পরীক্ষার্থী | কৃতকার্য | |
জে.এস.সি | ২০১০ | ৫৮ | ৩২ |
২০১১ | ৮৯ | ৭১ | |
এস.এস.সি | ২০০৯ | ২৯ | ১৯ |
২০১০ | ৩৭ | ৩০ | |
২০১১ | ২৫ | ১৭ | |
২০১২ | ৪১ |
|
২০১০ |
| সাধারন-২ |
বিভিন্ন জাতীয় দিবসগুলোতে বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা অংশগ্রণ করে বিদ্যালয়ের সুনাম ও গৌরব বৃদ্ধি করে আসছে।পাবলিক পরীক্ষাগুলোতে গোল্ডেন Aসহ আশানুরূপ ফল অর্জন করে আসছে। সহ-শিক্ষা কার্যক্রমে সাফল্যের সহিত অংশগ্রহণ করে বিভিন্ন পুরম্নস্কার লাভ।
বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনা অনুযায়ী অত্র এলাকার ছেলেমেয়েদের উচ্চ শিক্ষার লক্ষ্যে শিক্ষাক্ষেত্রে ১০০ ভাগ সাফল্য অর্জনসহ শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা।
মাল্টিমিডিয়া ও আই. সি. টি ভিত্তিক শ্রেণী পাঠদান কার্যক্রম পরিচালনা করা।শিক্ষার গুণগত মান্নোয়নে সকলের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখা।
জামতলা উচ্চ বিদ্যালয়
পোঃ গোয়ালন্দ; উপঃ গোয়ালন্দ
জেলাঃ রাজবাড়ী।
০১৭১৩৫৭৪২৯৬
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস