গোয়ালন্দ উপজেলা সদরে অবস্থিত নারীশিক্ষা বিসত্মারে সুনামের সাথে দীর্ঘদিন যাবত কাজ করছে। বিদ্যালয়টিতে মানবিক ও বিজ্ঞান শাখায় শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করা হয় । স্বল্প সংখ্যক জনবল দিয়ে শিক্ষার মান উন্নয়ন করা কষ্ঠকর । বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, মিলাদ ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাকজমক পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয় । প্রতিদিন শিক্ষার্থীদের টিফিন প্রদান করা হয় । বিদ্যালয়টি ১৯৭২ সনে প্রতিষ্ঠিত হয় এবং ০১/০১/১৯৮৬ ইং তারিখ জাতীয়করণ করা হয়।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গোয়ালন্দে অনেক বীর মুক্তিযোদ্ধা
শাহাদাত বরণ করেন । তঁাদের স্মৃতির উদ্দেশ্যে তদানিমত্মন মুক্তিযোদ্ধা কমান্ডার
গোয়ালন্দের কৃতি সমত্মান বীর মুক্তিযোদ্ধা ফকীর আঃ জববার বিদ্যালয়টি প্রতিষ্ঠিত
করেন। বর্তমানে বিদ্যালয়টি শহীদ স্মৃতি সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় নামে
পরিচিত ।
সভাপতিঃ উপজেলা নির্বাহী অফিসার, গোয়ালন্দ , রাজবাড়ী ।
সদস্যঃ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা , গোয়ালন্দ, রাজবাড়ী।
সদস্যঃ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, গোয়ালন্দ, রাজবাড়ী।
সদস্যঃ উপ-সহকারী প্রকৌশলী,শিক্ষা প্রকৌশল অধিদপ্তর,গোয়ালন্দ, রাজবাড়ী।
সদস্য সচিবঃ প্রধান শিক্ষক, গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়
গোয়ালন্দ , রাজবাড়ী ।
( এস.এস.সি-২০১৩) - ৮১ %
( এস.এস.সি-২০১২) - ৭৯%
(এস.এস.সি-২০১১) - ৬৩ %
( এস.এস.সি-২০১০) - ৬৮ %
( এস.এস.সি-২০০৯) - ৫৯ %
জে.এস.সি-১২ - টেলেন্টপুল- ০২ জন ,প্রতিমাস- ৩০০ টাকা
সাধারন -- ০৪ জন , প্রতিমাস-২০০ টাকা
শিক্ষার্থী ঝরে পরার হার কমেছে । এস, এস. সি পরীক্ষায় পাশের হার বছরামেত্ম
বৃদ্ধি পাচ্ছে । জুনিয়র বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ।
শিক্ষার্থী ঝরে পড়ার হার কমানো ও বাল্য বিবাহ প্রতিরোধে
সচেতনতা বৃদ্ধিকরন । সকলের সহযোগিতায় আগামী ২০১৫ সালের
মধ্যে শতভাগ পাশের হার উন্নীত করণ
গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়
গোয়ালন্দ , রাজবাড়ী
০১৭৫১৭৫৭৬৭৬
ফোনঃ ০৬৪২৩-৫৬১৬৩
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস