বিসিএস (প্রশাসন) সার্ভিসের ৩৪তম ব্যাচের সদস্য।
প্রিয় গোয়ালন্দ উপজেলাবাসী,
আমি জ্যোতি বিকাশ চন্দ্র ১৩ ডিসেম্বর, ২০২৩ খ্রি. তারিখ গোয়ালন্দে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছি। গোয়ালন্দ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি।
উপজেলার সকলকে সাথে নিয়ে আমি এ উপজেলায় কাজ করতে চাই। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি। আপনার এলাকার সমস্যা সম্পর্কে আমাকে অবহিত করলে আমি তা নিরসনে যথাসাধ্য চেষ্টা করবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়তে যে স্বপ্ন দেখেছিলেন সেই সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এক অদম্য অগ্রযাত্রায় দূর্বার গতিতে এগিয়ে চলেছে।
উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে দক্ষিণের নতুন দুয়ার উন্মোচিত হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল বিশ্বের বুকে বর্তমান বাংলাদেশের সক্ষমতার প্রতিচ্ছবি। দক্ষিণের প্রবেশদ্বার পদ্মাকন্যা রাজবাড়ী। অবস্থানগত দিক দিয়ে দেশের গুরুত্বপূর্ণ জেলা। এই জেলার অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ উপজেলা গোয়ালন্দ। গোয়ালন্দ উপজেলার ইতিহাসও প্রাচীন।
ডিজিটাল বাংলাদেশের সুফল এই উপজেলার প্রতিটি মানুষের কাছে পৌছেঁ দেয়ার সুব্যবস্থা এবং সরকারি সেবাসমূহ ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা প্রত্যাশীদের হাতের নাগালে সহজেই পৌছেঁ দেয়ার জন্য প্রশাসন বদ্ধপরিকর। উপজেলা প্রশাসন সর্বদা আপনাদের পাশে।
মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বেলিত হয়ে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে একটি শিক্ষিত, কুসংস্কারমুক্ত প্রগতিশীল উপজেলা গঠনে উপজেলা প্রশাসন, গোয়ালন্দ নিরলসভাবে কাজ করে যাবে।
সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।
জয় বাংলা। বাংলাদেশ চিরজীবী হোক।
--------------------------------------------------------
( জ্যোতি বিকাশ চন্দ্র )
উপজেলা নির্বাহী অফিসার
গোয়ালন্দ, রাজবাড়ী ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS