রাত ৮ টার পর দোকান ও বিপনি বিতান খোলা রাখায় ২০ দোকানদারকে জরিমানা।
১৬ জুন ২০২২ সরকার প্রজ্ঞাপন দিয়ে বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮ টার পর দোকান, শপিংমল, বিপনি বিতান, কাঁচা বাজার বন্ধ রাখার নির্দেশনা জারি করে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে রাত ৮ টার পর গোয়ালন্দের বিভিন্ন হাট এবং বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালীন কাটাখালি, জামতলা, কৃষ্ণতলা এবং গোয়ালন্দ বাজারের ২০ দোকানদারকে রাত ৮ টার পর দোকান ও বিপনি বিতান খোলা রেখে সরকারি নির্দেশনা অমান্যের দায়ে ৬৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জাকির হোসেন এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি) জনাব আশরাফুর রহমান।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এবং উপজেলা আনসার সদস্যবৃন্দ।
বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মোবাইল কোর্ট নিয়মিত চলবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS