প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ০৯ আগস্ট, ২০২৩
বিষয়: গোয়ালন্দ উপজেলা এবং রাজবাড়ী জেলা আজ থেকে ভূমিহীন-গৃহহীন মুক্ত।
মাননীয় প্রধানমন্ত্রী আজ আনুষ্ঠানিকভাবে গোয়ালন্দ উপজেলা এবং রাজবাড়ী জেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করেন। মুজিববর্ষ উপলক্ষে চারধাপে গোয়ালন্দে মোট ৬৯৪ টি সেমিপাকা গৃহ নির্মাণ করা হয়। সর্বশেষ ধাপের ১৩ টি ঘরের সার্টিফিকেট, ২ শতাংশ জমির মালিকানার কবুলিয়ত, নামজারি খতিয়ান এবং নির্মিত সেমিপাকা ঘর আজ মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে উপকারভোগীদের নিকট হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী -১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সালমা চৌধুরী রুমা, রাজবাড়ীর মান্যবর জেলা প্রশাসক জনাব আবু কায়সার খান এবং উপজেলার বিভিন্ন স্তরের সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সুধীসমাজের সদস্যবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।
#আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS