Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Coordination meeting regarding Ghat management
Details

---------------ঈদ আপডেট-০১------------ 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দৌলতদিয়া ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং যাত্রীর যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে আজ উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ঘাট ব্যবস্থাপনা সুষ্ঠু এবং যাত্রী পারাপার নির্বিঘ্নকরণে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে:

১।  পরিবহনে ধার্য্যকৃত ভাড়ার অতিরিক্ত ভাড়া নেয়া যাবে না।

২। ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখতে হবে।

৩। ঘাট এলাকা আলোকিত করার ব্যবস্থা করা হবে।

৪। যাত্রী হয়রানি প্রতিরোধে মোবাইল কোর্ট নিয়মিত চলবে। 

৫। মহাসড়কে অননুমোদিত যান চলাচল করতে পারবে না।

৬। ফেরি এবং লঞ্চ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে।

৭। যাত্রী পরিবহনের সময় সকলের মাস্ক পরিধানে উৎসাহিত করতে হবে।

৮। স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাযথ প্রস্তুতি থাকবে।

৯। সকল পরিবহনের সাথে সংশ্লিষ্টকে যাত্রীর সাথে ভালো ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

 সকলের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে এবারের দৌলতদিয়া ঘাটের ঈদ যাত্রা হয়রানিমুক্ত এবং নির্বিঘ্নে হবে, এটি উপজেলা প্রশাসন প্রত্যাশা করে। 

Images
Attachments
Publish Date
05/07/2022
Archieve Date
17/07/2023